ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার অপূর্ব-মেহজাবীনের ‘চাপাবাজ আনলিমিটেড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এবার অপূর্ব-মেহজাবীনের ‘চাপাবাজ আনলিমিটেড’ অপূর্ব ও মেহজাবীন

জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি গত বছর তুমুল জনপ্রিয়তা পায়। ইউটিউবে এটি দ্রুততম কোটি ভিউ পাওয়া নাটকের একটি।

এবার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’। অপূর্ব-মেহজাবীন জুটিকে নিয়ে এটি নির্মাণ করছেন রুবেল হাসান। সিএমভি’র প্রযোজনায় আগেরবারের মতো সিক্যুয়েলটিও লিখেছেন রাজীব আহমেদ।  

নির্মাতা জানান, আগের চরিত্রগুলো হুবহু থাকছে। সঙ্গে আরও কয়েকটি নতুন চরিত্র যোগ হয়েছে এবার। আর গল্পেও থাকছে পুরনো ধারাবাহিকতার সঙ্গে নতুন বৈচিত্র্য।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, গত বছর চাপাবাজ নাটকটি করার পর থেকে দর্শকদের যে পজিটিভ সাড়া এখনও পাচ্ছি সেটা বিস্ময়কর। পরে আমাদের মনে হলো, সেই চাপাবাজিটা এবার আমরা আনলিমিটেড পর্যায়ে নিয়ে যাবো। সিক্যুয়েলে আমরা সেই চেষ্টা করেছি। মানে আগের চাপাবাজিতে একটা লিমিট ছিল, এবার সেটা আনলিমিটেড! 

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদে সিএমভি’র প্রধান চমক হিসেবে নাটকটি প্রকাশ হচ্ছে ইউটিউবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।