ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ১৬, ২০২১
চলে গেলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বাতীলেখা সেনগুপ্ত

কলকাতা: চিরঘুমের দেশে পাড়ি দিলেন বাংলা সিনেমা ও থিয়েটারের জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।  

বুধবার (১৬ জুন) দুপুরে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তার অন্য পরিচয় তিনি নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের স্ত্রী।

সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’র মধ্য দিয়ে বাংলা সিনেমার জগতে তার প্রথম প্রবেশ। সেই সিনেমার দৌলতেই তার মুখে শোনা গিয়েছিল নারী মুক্তি প্রসঙ্গ। এরপর বাংলা সিনেমার দর্শকরা বহু বছর তাকে আর পর্দায় দেখতে পাননি। কারণ সিনেজগত ছেড়ে একনাগাড়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন থিয়েটারের মঞ্চে।

দীর্ঘ বছর থিয়েটার জগতে কাটিয়ে ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন ‘বেলাশেষে’ সিনেমায়। এরপর আবার প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধেই ফের একবার বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই জুটি বেঁধে করেন ‘বেলাশুরু’।

কিন্তু সেই সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটি। সৌমিত্রর সঙ্গেই প্রথম সিনেমা, আর ক্যারিয়ারের শেষ সিনেমা ও শুটিং করে গেলেন তার সঙ্গেই।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ১৬ জুন, ২০২১
ভিএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।