ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা দিবসের নাটক ‘শেষ বিকেলের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০২১
বাবা দিবসের নাটক ‘শেষ বিকেলের গল্প’ তারিক আনাম খান ও জাকিয়া বারী মম

নিজের গল্পে জুবায়ের ইবনে বকর পরিচালনা করেছেন বাবা দিবসের বিশেষ নাটক ‘শেষ বিকালের গল্প’।  

নাটকটিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা তারিক আনাম খান এবং তার মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, রেনুকা নামের এক তরুণী ২০ বছর পর লন্ডন থেকে ঢাকায় ফিরে খালার বাসায় উঠেন। হঠাৎ তিনি জানতে পারেন, তার বাবা তারিক আনাম খান বেঁচে আছেন! কিন্তু ছোটবেলা থেকেই রেনুকা জেনেছেন, তার বাবা বেঁচে নেই। আর সে কারণে তার মাও বিয়ে করেছেন লন্ডনের এক ব্রিটিশকে।  

তারিক খান সেই সময় খ্যাতিমান লেখক ছিলেন। এক মানসিক রোগে তার জীবনটা এলোমেলো হয়ে যায়। হারিয়ে যাওয়া বাবার সন্ধান রেনুকা খুঁজে পান এক প্রকাশকের সাহায্যে। প্রথমে তারিক তার মেয়ে রেনুকাকে গ্রহণ করতে চান না। তার সন্দেহ শত্রু পক্ষের লোকজন তাকে মারার জন্য এই মেয়েকে পাঠিয়েছে। রেনুকা অনেক বুঝিয়ে বাবার বাসায় ঢুকে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর একটি অপ্রীতিকর ঘটনায় গল্প ভিন্ন দিকে মোড় নেয়।

জানা যায়, রোববার (২০ জুন) বাবা দিবস উপলক্ষে ‘শেষ বিকালের গল্প’ আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।