ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্বর ভুল চিকিৎসার শিকার মেহজাবীনের পরিবার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২১, ২০২১
অপূর্বর ভুল চিকিৎসার শিকার মেহজাবীনের পরিবার! নাটকটির দৃশ্যে অপূর্ব ও মেহজাবীন

সময়ের আলোচিত জুটি অপূর্ব-মেহজাবীন আসন্ন ঈদ উপলক্ষে বেশকিছু চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন।  

সম্প্রতি তারা দু’জন মিজানুর রহমান আরিয়ানের ‘যদি কোনোদিন’ নামের বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন।

 

নাটকটি প্রসঙ্গে আরিয়ান জানান, গল্পটি ভালো। শুটিংটাও ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। আর ‘পাত্র-পাত্রী’র অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ঈদে ভালো কিছুই হবে আশা করছি।

তিনি আরও জানান, সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্পটি বেশ আলাদা। গান থাকছে দুটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।  

গল্পের ধরন প্রসঙ্গে জানা যায়, এতে একজন নামকরা চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার চরিত্রটি হচ্ছে কার্ডিয়াক সার্জন ডা. সানিয়াত হোসাইনের। অন্যদিকে ঘটনাচক্রে এই চিকিৎসকের প্রতি বেশ ক্ষুব্ধ থাকেন মেহজাবীন চৌধুরী। কারণ, তার দাবি অপূর্বর ভুল অপারেশনের কারণে তার পরিবারে নেমে আসে ঘন অন্ধকার।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ইউটিউব চ্যানেলে আসছে ঈদুল আযহায় ‘যদি কোনোদিন’ প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুন ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।