ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে অভিনেতা গৌরব রায় চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২১
হাসপাতালে অভিনেতা গৌরব রায় চৌধুরী

ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনার সূত্রপাত অভিনেতার কপালে হওয়া একটি ফোঁড়া থেকে। বেশ কয়েকদিন ধরেই ফোঁড়াটি অস্বস্তিতে ফেলছিল গৌরবকে। মঙ্গলবার (২২ জুন) শুটিং চলাকালীন হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। ফোঁড়া থেকে তীব্র যন্ত্রণা শুরু হয় তার। ফোঁড়ার কারণে চোখমুখ ফুলে গেলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়য়। তার ফোঁড়াটির অস্ত্রোপচার হতে পারে।
 
‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন গৌরব। নিরুপমার স্বামী, পর্দার ‘আবির’ বেশ জনপ্রিয় দর্শক মহলে।  

এর আগেও একবার অসুস্থ হয়েছিলেন গৌরব। সেই সময় কনুইয়ের ব্যথায় কাবু হয়েছিলেন ছোটপর্দার তারকা। প্রথমে ভেবেছিলেন জিম করতে গিয়ে হয়তো চোট পেয়েছিলেন। কিছুদিন বাদেই সেরে যাবে, এই আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। পরে পরীক্ষা করে দেখা গিয়েছিল একটি টিউমার রয়েছে সেই জায়গায়।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।