ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শিশিরের সুরে ‘শূন্যতার গান’ গাইলেন ইশতিয়াক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
শিশিরের সুরে ‘শূন্যতার গান’ গাইলেন ইশতিয়াক শিশির ও ইশতিয়াক

একসঙ্গে রক ঘরনার একটি গান করলেন অর্থহীন ব্যান্ডের সদস্য শিশির আহমেদ ও শিরোনামহীন ব্যান্ডের গায়ক শেখ ইশতিয়াক।

শিশির আহমেদের সুর ও সংগীতে ‘শূন্যতার গান’ শিরোনামে গানটি এককভাবে গেয়েছেন ইশতিয়াক।

গানের কথা গায়কের নিজের। ভিডিও নির্মাণ করেছেন আহমেদ হাসান। এতে মডেল হয়েছেন একেএম ইতমাম ও নাঈমা তাসনিম।  

গানটি সম্প্রতি প্রকাশ পেলেও এর সুর ও সংগীত অনেক আগেই তৈরি ছিল বলে জানিয়েছেন শিশির। তার কথায়, ‘আমার মনে হয়েছে গানটি ইশতিয়াকের কণ্ঠে ভালো মানাবে। ওর কণ্ঠে একটা জাদু আছে! গায়কীও অসাধারণ। ‘শূন্যতার গান’ আমার স্মৃতি হয়ে থাকবে। ’

গায়ক শেখ ইশতিয়াক বলেন, ‘শিশির ভাইয়ের সঙ্গে অর্থহীন ব্যান্ড থেকে আমার কাজ করার অভিজ্ঞতা। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল উনার সঙ্গে একক গান করার। প্রতিটা মানুষের জীবনেই একটা শূন্যতার জায়গা থাকে, যা কখনোই পূরণ হয় না। সেই চিন্তা থেকেই এই গানের কথা লেখা। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। ’ 

গত বৃহস্পতিবার (২৪ জুন) ‘শূন্যতার গান’ প্রকাশ পায় শিশির আহমেদের ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।