ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘পিকু’খ্যাত পরিচালকের সিনেমায় ইরফান পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
‘পিকু’খ্যাত পরিচালকের সিনেমায় ইরফান পুত্র

প্রয়াত বলিউড তারকা ইরফান খানের ছেলে বাবিল খানের অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। সম্পন্ন করেছেন নিজের প্রথম সিনেমার শুটিং।

দ্বিতীয় সিনেমায় তিনি পরিচালক হিসেবে পাচ্ছেন ‘পিকু’খ্যাত সুজিত সরকারকে।  

বিষয়টি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক রনি। শনিবার (২৬ জুন) সামাজিক মাধ্যমে বাবিল এবং সুজিতের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ইরফান স্যারের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত বোধ করছি। আপনার মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছি। এবার বাবিল। ’

তবে সিনেমাটির নাম ঘোষণা করা হয়নি।

২০১৫ সালে ইরফান খানের সঙ্গে ‘পিকু’তে কাজ করেছিলেন সুজিত-রনি। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। এবার এই নির্মাতা জুটি অভিনেতার ছেলেকে নিয়ে কাজ করতে যাচ্ছেন।  

এদিকে খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বাবিলের সিনেমা ‘কোয়ালা’। এতে তার বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরি। সিনেমাটি পরিচালনা করছেন ‘বুলবুল’খ্যাত অনিতা দত্ত। প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস ‘ক্লিন স্লেট ফিল্মজ’।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।