ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

যুক্তরাষ্ট্রে নিজের রেস্টুরেন্টে বন্ধুদের ফুচকা খাওয়ালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২১
যুক্তরাষ্ট্রে নিজের রেস্টুরেন্টে বন্ধুদের ফুচকা খাওয়ালেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত মার্চে যুক্তরাষ্ট্রে একটি রেস্টুরেন্ট চালু করেছেন। এর নাম দিয়েছেন ‘সোনা’।

কাজের চাপে এতদিন সেখানে যেতে পারেননি এই তারকা। তবে লন্ডনে শুটিং শেষে সুযোগ পেয়েই উড়াল দিলেন নিজের রেস্টুরেন্টে। সঙ্গে নিয়েছেন কয়েকজন বন্ধুকেও। তাদের সবাইকে খাওয়ালেন ভারতীয় জনপ্রিয় খাবার ফুচকা। একই সঙ্গে খাবারের টেবিলে ছিল চিংড়ির পাকোড়া ও চাটনিসহ ধোসা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এতে দেখা যাচ্ছে তার সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক খাবার। ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘দ্য আমেজিং সোনা এক্সপিরিয়েন্স, ফাইনালি। ’

গত মার্চে প্রখ্যাত রেস্টুরেন্ট ব্যবসায়ী মনীশ গোয়েলের সঙ্গে যৌথভাবে নিউ ইয়র্ক শহরে ভারতীয় খাবারের রেস্টুরেন্টটি দেন প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর ধরে এটি দেওয়ার বিষয়ে পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী।  রেস্টুরেন্টটিতে প্রিয়াঙ্কা তার নিজের ডাকনামে একটি প্রাইভেট ডাইনিংয়েরও ব্যবস্থা রেখেছেন, যার নাম দিয়েছেন ‘মিমি’। সেখানে ভারতীয় শিল্পীদের আঁকা ছবিও বিক্রি হবে।  

সম্প্রতি ব্রিটেনে জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ ও সিনেমা ‘টেক্সট ফর ইউ দেয়ার’-এর কাজ সদ্য সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।