ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাদী-ঐশীর ‘সংশয়ী’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০২১
সাদী-ঐশীর ‘সংশয়ী’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ 

তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদী ও সামাজিক মাধ্যম থেকে পরিচিতি পাওয়া অনামিকা ঐশীকে নিয়ে নির্মিত হচ্ছে ‘সংশয়ী’। আবু তাওহীদ হিরন পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে।

প্রথম পোস্টারের রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন নায়ক-নায়িকা। এতে দেখা যাচ্ছ ঐশীকে সামনে বসিয়ে সাদী মোটরসাইকেল চালাচ্ছেন। একে অপরের চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন।  

সাদি বলেন, হিরন ভাইয়ের পরিচালনায় এ প্রথম সিনেমায় অভিনয় করছি। আমার গান নিয়েই ধ্যান ধারনা ছিল। কিন্তু যখন সিনেমার গল্পটা শুনি, তখন আর না করতে পারিনি। গল্পটা যেহেতু ভালো, আমি বিশ্বাস করি এই গল্পের জন্যই দর্শক প্রেক্ষাগৃহে যাবেন।  

পরিচালক হিরন জানালেন, ‘সংশয়ী’ সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করছেন অনামিকা ঐশী এবং অনি চরিত্রে শেখ সাদী। নতুন কিছু করার আশায় নতুনদের নিয়ে কাজ করছি।

সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঐশী। শেষ পর্যন্ত তার স্বপ্ন সত্যি হয়েছে বলেও জানান তিনি।  

সিএইচআর মিডিয়া হাউজের ব্যানারে ‘সংশয়ী’ প্রযোজনা করছেন তামিম হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।