ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ-হিরানির প্রজেক্ট শুরু হচ্ছে সেপ্টেম্বরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০২১
শাহরুখ-হিরানির প্রজেক্ট শুরু হচ্ছে সেপ্টেম্বরে শাহরুখ ও হিরানি

দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এতে তার সহশিল্পী হয়েছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।

গত বছর সিনেমাটির শুটিং হয়। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে গেলে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় শুটিং।  

এটি ছাড়াও শাহরুখের আরও কিছু সিনেমা হাতে রয়েছে। এরমধ্যে একটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। এতে বলিউড ‘বাদশা’র বিপরীতে তাপসি পান্নুর অভিনয় করার কথা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজকুমার হিরানির প্রজেক্টটি ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়ে ২০২২ সালের জানুয়ারিতে সম্পন্ন হবে। ভরপুর কমেডির গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। পরিচালকের সঙ্গে এর কাহিনি লিখেছেন কনিকা ধিলোন।

জানা যায়, হিরানির প্রজেক্টটি সম্পন্ন হওয়ার পর দক্ষিণ ভারতীয় নির্মাতা অ্যাটলের সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন। এতে তার বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী নয়নতারাকে। এরপরই অভিনেতা আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিং’ সিনেমায় করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।