ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রুক্মিণীকে ভালোবাসা জানাতে ভুলে যাননি দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ২৮, ২০২১
রুক্মিণীকে ভালোবাসা জানাতে ভুলে যাননি দেব

করোনা পরিস্থিতিতে শুরু থেকেই মানুষের পাশে রয়েছেন পশ্চিমবঙ্গের নায়ক ও সংসদ সদস্য দীপক অধিকারী দেব। আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে নতুন হাসপাতালের উদ্বোধন, সবই করে যাচ্ছেন তিনি।

 

কিন্তু এতো ব্যস্ততার মধ্যেও প্রেমিকাকে ভুলে যাননি তিনি। রুক্মিণী মৈত্রের জন্মদিনে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন দেব।  

সামাজিক মাধ্যমে রুক্মিণীর সঙ্গে তোলা একটি পোস্ট করেন দেব। যেখানে প্রজাপতি ভরা কেক হাতে খুশিতে ঝলমল করেতে দেখা যাচ্ছে রুক্মিণীকে।  

ছবিটি পোস্ট করে দেব লেখেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা। তোমায় অনেক ভালোবাসা, শুভকামনা। তোমার এমন একটা জীবন হোক, যেখানে শুধু খুশি আছে। সূর্যের মতো ঝলমল করো, যেটা তুমি সবসময় করো। ’

এদিকে, সম্প্রতি একটি কোভিড হাসপাতালের উদ্বোধন করেছেন দেব। অক্সিজেন ও অন্যান্য পরিষেবাসহ এই হাসপাতালে রয়েছে বেশ কিছু বেড। করোনা আক্রান্ত হয়ে এখানে এসে সুস্থ হতে পারবেন ওই অঞ্চলের মানুষেরা।  

অভিনেতা তার টলি টেলস রেস্টুরেন্ট ও সর্দারনী পরমজিত কৌর মেডিক্যাল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন বিনামূল্যে অসহায়দের খাবারও সরবরাহ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।