ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মেহজাবীনের জন্য ‘শনির দশা’ নিয়ে আসেন অপূর্ব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ২৯, ২০২১
মেহজাবীনের জন্য ‘শনির দশা’ নিয়ে আসেন অপূর্ব! অপূর্ব ও মেহজাবীন

সুমন ও শাওলী, এই দুই চরিত্রে টিভি পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। ‘শনির দশা’ নামে একটি নাটকে তাদের এই দুইটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

 

রাজীব আহমেদের রচনায় ঈদের জন্য বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। সম্প্রতি রাজধানীতে এর শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মহিম জানান, ‘গল্পের পরপর দুটি ঘটনার কারণে শাওলী ধরে নেন, সুমন তার জন্য কুফা! সুমন তার কাছে আসা মানেই শনির দশা ডেকে আনা! আমরা চেষ্টা করেছি এই শনি-কে বৃহস্পতিতে নিয়ে যেতে। এর জন্য দেখতে হবে কাজটি। এই করোনাকালে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে নাটকটি শেষ করেছি। আশা করছি ভালো কিছুই দাঁড়াবে। ’

অপূর্ব-মেহজাবীনের অভিমত এমন, ‘গল্পটি বেশ মজার। কাকতালীয়ভাবে আমাদের পরিচয় হয় পাবলিক বাসে। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক অঘটন। যা দেখলে যে কেউ বিশ্বাস করবেন, শনির দশা বলে সত্যিই কিছু না কিছু আছে। ’

জানা যায়, সিএমভি’র ব্যানারে ‘শনির দশা’ আসন্ন ঈদুল আযহায় উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউবসহ নানামাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্মে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।