ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১, ২০২১
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা স্বামীর সঙ্গে নাবিলা

প্রথমবারের মতো মা হলেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাবিলার ঘনিষ্ঠ উপস্থাপিকা সামিয়া রহমান। তিনি জানান, বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

নাবিলার মা হওয়ার খবরে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে সহকর্মী ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৬ সালে বড় পর্দায় নাম লেখান তিনি। উপস্থাপনা, মডেলিং ও অভিনয় একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন এই তারকা।

নাবিলার দাদা বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। সেখানেই স্বামী জোবায়দুল হক রিমের সঙ্গে সম্পর্কে জড়ান নাবিলা। পরে ২০১৮ সালে তারা বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।