ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের নাটক দিয়ে ফিরলেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১, ২০২১
ঈদের নাটক দিয়ে ফিরলেন সুমাইয়া শিমু

নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমুকে পর্দায় এখন খুব কমই দেখা যায়। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।

সম্প্রতি বিরতি ভেঙে ঈদ উপলক্ষে একটি নাটকে অভিনয় করলেন এই তারকা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘লাইফলাইন’ নামের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকিতে শিমুর বিপরীতে দেখা যাবে অভিনেতা মুশফিক আর ফারহানকে।

এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আমি আমার ঘরে ফিরেছি। এখন লকডাউন চলছে। আর ঈদেরও খুব বেশিদিন বাকি নেই। তাই জানি না এই নাটক ছাড়া আর কোনো কাজ করতে পারবো কী-না।

অভিনেত্রী আরও জানান, অভিনয় ফিরলেও আগের মতো তেমন বেশি কাজ আর করবেন না তিনি। কিন্তু ভেতরের অভিনয়ের ক্ষুধা মেটাতে চেষ্টা করবেন কম হলেও নিয়মিত কাজের ভেতরে থাকতে।  

এছাড়া ছোট পর্দার পাশাপাশি ওটিটি ফ্ল্যাটফর্মের জন্য ভালো কাজের প্রস্তাব পেলে করার ইচ্ছাও প্রকাশ করেছেন সুমাইয়া শিমু।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।