ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দর্শকদের হাসাতে আসছে ‘হাঙ্গামা টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১, ২০২১
দর্শকদের হাসাতে আসছে ‘হাঙ্গামা টু’

২০০৩ সালে মুক্তি পায় কমেডি সিনেমা ‘হাঙ্গামা’। তখন বলিউডের বক্স অফিসে সিনেমাটি বেশ সাড়া ফেলে।

প্রায় ১৮ বছর পর আসছে ‘হাঙ্গামা টু’। বরাবরের মতো প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শনই এটি নির্মাণ করেছেন। তবে পরেশ রাওয়াল ছাড়া বদলে গেছেন সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা।

জুলাই মাসের প্রথম দিন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার। যা রীতিমত দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।  

ট্রেলারেই আভাস পাওয়া গেল ঠিক কেমন হতে চলেছে সিনেমাটি। একটি বাচ্চার বাবা খোঁজার মধ্যে দিয়েই ঝড়ের গতিতে এগোবে গল্প। আর গল্পের তাগিদে একে একে চরিত্র ঢুকে পড়বে এই হাঙ্গামায়।  

নতুন কিস্তিতে পরেশ রাওয়ালের সঙ্গে আরও অভিনয় করেছেন শিল্পা শেট্টি, মিজান জাফরি, প্রনিথা সুভাষ ও যশপাল যাদব। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে পরেশ রাওয়াল ও শিল্পা অভিনয় করেছেন। অন্যদিকে মিজান রয়েছেন শিল্পার প্রেমিকের চরিত্রে।  

করোনার কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। আগামী ২৩ জুলাই থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার-ডিজনিতে।

মিজানের আগে আয়ুষ্মান খুরানার ‘হাঙ্গামা টু’ করার কথা ছিল। তবে শুটিং শুরুর আগে তিনি সরে দাঁড়ান এবং পরে কার্তিক আরিয়ানকে নেওয়ার চেষ্টা করলেও শিডিউল মেলাতে পারেননি নির্মাতা।

 

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।