ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত তৌসিফ মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
করোনা আক্রান্ত তৌসিফ মাহবুব তৌসিফ মাহবুব

মহামারি করোনা ভাইরাস আবারও হানা দিলো শোবিজ অঙ্গনে। এবার আক্রান্ত হয়েছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব।

মঙ্গলবার (০৬ জুলাই) রাত তৌসিফের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান তার স্ত্রী জারা মাহবুব।

তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাচ্ছি যে, তৌসিফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অনুগ্রহ করে সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন। ’

এর আগে গত বছরের নভেম্বরে তৌসিফপত্নী ও তার শ্বশুরবাড়ির সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেসময় অভিনেতা নিজেও আক্রান্ত বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তৌসিফ জানিয়েছিলেন, স্ত্রীর সেবা করেও ভাইরাসটিতে আক্রান্ত নন তিনি। তার রিপোর্ট নেগেটিভ। তবে এবার আর রক্ষা পেলেন না 'ব্যাচেলর পয়েন্ট'খ্যাত এই তারকা।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।