ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেলেন শ্রাবন্তীপুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেলেন শ্রাবন্তীপুত্র ঝিনুক ও দামিনী

ঘুরতে অনেক ভালোবাসেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুক। সুযোগ পেলেই প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়ান এক প্রদেশ থেকে অন্য প্রদেশে।

এবার হিমাচল প্রদেশ থেকে ঘুরে আসতে না আসতে ফের ছুটলেন কাশ্মীরে।

প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে ভূ-স্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন ঝিনুক। ভালোবাসার মিশেলে প্রকৃতিতে হারিয়েছেন দু’জনে। নিজেদের রোমান্টিক ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
 
একটি ছবিতে দেখা যাচ্ছে পাথরের উপর বসে ঝিনুকের হাত শক্ত করে ধরে রয়েছেন দামিনী।  

বিশেষ বার্তা দিয়ে শ্রাবন্তীপুত্র সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘তোমার কাছে থাকা আশীর্বাদ গুণে দেখ, শক্রদের কথা ভেবে চিন্তা বাড়িও না। ’

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ঝিনুক। দামিনী-ঝিনুক বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গেও দারুণ সম্পর্ক এই নায়িকার।  

চলতি বছরের শুরুতে নিজেদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ঝিনুক। তবে আগে থেকেই মডেল দামিনী ঘোষের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি দীর্ঘ সময় ধরেই ছিল ওপেন সিক্রেট।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১ে
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।