ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পিন্টু ঘোষের ‘আদেশ দিয়ে’ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
পিন্টু ঘোষের ‘আদেশ দিয়ে’ প্রকাশ্যে

নতুন গান নিয়ে হাজির হলেন নন্দিত সংগীতশিল্পী পিন্টু ঘোষ। তার কণ্ঠে গাওয়া ‘আদেশ দিয়ে’ শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে।

গানটির কথা লিখেছেন লেখক-গীতিকবি স্যামুয়েল হক ও  সুর-সংগীতায়োজন করেছেন মেহেদী।

বৃহস্পতিবার (৮ জুলাই) অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘আদেশ দিয়ে’-এর স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশ পায়।

গানটি প্রসঙ্গে পিন্টু ঘোষ বলেন, যত্ন নিয়ে গানটি তৈরি করেছেন মেহেদী ভাই। আমি চেষ্টা করেছি গানটির কথা-সুরের ভেতরে গিয়ে গাওয়ার। বলতেই হয়, নিঃসন্দেহে এ গানের কৃতিত্বটা মেহেদী ভাইকেই দিতে হবে। আর স্যামুয়েল হকের গানের বাণীও অসাধারণ।  

প্রযোজনা সংস্থা জানায়, এটি একটি কথাসমৃদ্ধ গান। সেই সঙ্গে সুর-সংগীতও দারুণ হয়েছে। গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে তার প্রত্যাশা ব্যক্ত করে।

গান গাওয়ার চেয়ে মূলত বেশিরভাগ সংগীত পরিচালনায় দেখা যায় পিন্টু ঘোষকে। তৌকীর আহমেদের ‘হালদা’, ‘অজ্ঞাতনামা’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর গানের সংগীত পরিচালনা করেছেন তিনি। তার নিজের সুর করা গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘কানামাছি’, ‘জাদুর শহর’, ‘দয়াল’, ‘নিরানন্দ’, ‘মরে যাবো’, ‘একটা ছেঁড়া দিন’ইত্যাদি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্ট, জুলাই ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।