ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আকাশ রঞ্জনের ‘বিট্রে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
আকাশ রঞ্জনের ‘বিট্রে’ বিট্রে নাটকে আকাশ রঞ্জন ও ত্রিশনা

নাটক রচয়িতা ও পরিচালক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন আকাশ রঞ্জন। বেশ কিছুদিন ধরে অভিনয়েও মুগ্ধতা ছড়াচ্ছেন।

‘বিট্রে’ নামে একটি একক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সাগরিকা রানী দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মহিন খান। এতে আকাশ রঞ্জনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ত্রিশনা।  

নাটকটির গল্পে দেখা যাবে, এতিম ছেলে মাসুমকে ভালোবাসেন প্রভাবশালী পরিবারের মেয়ে রিয়া। মাসুম রাজি না থাকলেও একপ্রকার জোর করেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক করেন রিয়া। মাসুমও একসময় মন থেকে ভালোবাসতে শুরু করেন। কিন্তু রিয়া তার সঙ্গে ‘বিট্রে’ করেন। এভাবে এগিয়ে চলে নাটকের গল্প।

আকাশ রঞ্জন বাংলানিউজকে বলেন, ঢাকার সরকারি বাংলা কলেজে লেখাপড়া করার সময় ‘বাংলা কলেজ যুব থিয়েটার’ প্রতিষ্ঠা করেছি। অভিনয়ের নেশাটা সেখান থেকেই শুরু। এখন নিয়মিত অভিনয় করছি। আমার স্বপ্ন দর্শকদের প্রিয় একজন অভিনেতা হওয়া।
 
‘বিট্রে’ প্রসঙ্গে তিনি বলেন, নাটকটির গল্প, নির্মাণ ও অভিনয় অত্যন্ত চমৎকার হয়েছে। আশাকরি দর্শকের ভালো লাগবে।

শুক্রবার (১৬ জুলাই) বৈশাখী টেলিভিশনে রাত সাড়ে ৮টায় ‘বিট্রে’ প্রচার হবে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।