ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আমির খানকে ফের কটাক্ষ করলেন পরিচালক-প্রযোজক কমল আর খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
আমির খানকে ফের কটাক্ষ করলেন পরিচালক-প্রযোজক কমল আর খান

কমল আর খান একজন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। বিতর্কিত মন্তব্যের স্রষ্টা হিসেবেই পরিচিত তিনি।

সালমান খান থেকে কঙ্গনা রানাউত, কেউই তার আক্রমণের তালিকা থেকে বাদ যাননি। এবার তোপ দাগলেন আমির খান এবং কিরণ রাওয়ের দিকে।

তারকা দম্পতির বিচ্ছেদ বার্তা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন কমল আর খান। যেখানে তার বক্তব্য, ‘আপনি তো সত্য কথা বলেন বলেই জানি। তাহলে বিচ্ছেদের বিবৃতিতে মিথ্যা বললেন কেন? আপনি তো বলতেই পারতেন ওই চশমাওয়ালা মুখ (কিরণ রাও) আর দেখতে ইচ্ছে করছে না। ’

কমলের দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে বিয়ে করবেন আমির, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার নারীকে বিয়ে করছেন কেন! ফাতিমা সানা শেখ বা ক্যাটরিনা কাইফ অনেক সুন্দর দেখতে, তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন কমল আর খান।
আমির খানকে এভাবেই কটাক্ষ করলেন কমল আর খান। বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতাকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্য মেনে নিতে পারেননি নেটিজেনরা। বিভিন্ন মন্তব্য করে প্রতিবাদ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।