ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মন্দিরে গিয়ে সমালোচিত সারা আলী খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
মন্দিরে গিয়ে সমালোচিত সারা আলী খান সারা আলী খান

একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি আসাম রাজ্যে গিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। সেখানে গিয়ে কাজের ফাঁকে বিখ্যাত কামাখ্যা মন্দির পরিদর্শন করেছেন তিনি।

আর তা নিয়ে নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই তারকা।

হিন্দুদের কাছে সতীপিঠ হিসেবে জনপ্রিয় গুয়াহাটির এই মন্দিরে রোববার (১১ জুলাই) গিয়েছিলেন সারা আলী খান। এরপর সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এরপর অন্তর্জালে আক্রমণের শিকার হতে থাকেন তিনি।  

একজন মুসলিম তরুণী হয়ে তার মন্দিরে প্রবেশ করার বিষয়টি হিন্দু সম্প্রদায়ের অনেকে মেনে নিতে পারছেন না বলে জানান। তবে ব্যতিক্রমও আছে, কেউ কেউ সারাকে ভালোবাসাও জানিয়েছেন।  

ছবিতে সাদা কুর্তি-পাজামা আর আসামের বিখ্যাত পোশাক গামছায় গলায় দেখা গেছে সারার কাছে। এছাড়া অন্য ছবিতে আসাম পুলিশ কমান্ডো ব্যাটেলিয়নের পোশাকে অনুশীলনে অংশ নিতে দেখা গেছে সাইফ আলী খানের কন্যাকে।  

জানা যায়, ‘ব্ল্যাক উইডো’ সিনেমার হিন্দি রিমেকের শুটিং করতে আসাম গিয়েছেন সারা আলী খান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।