ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনা ভাইরাস নিয়ে মিশা সওদাগরের সংলাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
করোনা ভাইরাস নিয়ে মিশা সওদাগরের সংলাপ মিশা সওদাগর

ঢাকাই সিনেমার খলচরিত্রের অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা মিশা সওদাগর। পর্দায় তার অভিনয় ও সংলাপ দুইটিই ভক্তদের মুগ্ধ করে।

দর্শকদের আকৃষ্ট করতে প্রতি সিনেমায় বিশেষ কিছু সংলাপ শোন যায় মিশা মুখে।

বর্তমানে মনতাজুর রহমান আকবর পরিচালিত ও ডিপজল অভিনীত-প্রযোজিত ‘ঘর ভাঙা সংসার’ নামে একটি সিনেমার শুটিং করছেন মিশা সওদাগর। আর এই সিনেমাতেও থাকছেন তার বিশেষ সংলাপ। তবে এই সিনেমা সংলাপে মিশা নিজেকে মহামারি করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন! 

সোমবার (১২ জুলাই) রাতে অভিনেতা ডিপজলের পেজে সিনেমাটির শুটিং সেটে করা একটি ভিডিও শেয়ার করা হয়।  

ভিডিওতে মিশা বলেন, ‘অনেকদিন আমেরিকায় থাকার পর দেশে ফিরে আবার সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এখন শুটিং করছি ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ডিপজল ভাই। তিনি ভালো গল্প ছাড়া কখনো সিনেমা করেন না। অনেকদিন পর আমি আর ডিপজল ভাই একসঙ্গে কাজ করছি, সঙ্গে গল্পটাও অনেক সুন্দর। অনেক নতুন ধামাকা আসছে। ’

এরপর করোনা ভাইরাস নিয়ে সিনেমাটির সংলাপ শোনান মিশা, ‘নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনা ভাইরাস। ’

ভিডিওতে মিশার পাশে ডিপজলকে বসে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া ছিলেন চিত্রনায়িকা শিরন শিলা। তিনিও সিনেমাটিতে অভিনয় করছেন। শুটিং চলছে ডিপজলের নিজস্ব ফাইম স্টুডিওতে।

 

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।