ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার সঞ্জয় দত্ত ও শাহরুখ খান একসঙ্গে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
প্রথমবার সঞ্জয় দত্ত ও শাহরুখ খান একসঙ্গে! শাহরুখ খান ও সঞ্জয় দত্ত

বলিউডের দুই সুপারস্টার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ চরিত্রে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘রাখি’ নামের একটি সিনেমায় সঞ্জয় দত্ত ও শাহরুখ খান পর্দা ভাগ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, সিনেমাটি বেশ কয়েকটি ভাষায় নির্মিত হওয়ার কথা। শিগগিরই শুরু হবে শুটিং এবং আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বলা হচ্ছে, ২০২২ সালের সবচেয়ে বড় প্রজেক্টের একটি হতে যাচ্ছে ‘রাখি’।

এরই মধ্যে নাকি চিত্রনাট্য পড়ে তা সঞ্জয় ও শাহরুখ পছন্দ করেছেন। প্রযোজনায় রয়েছে ভায়াকম১৮।

এর আগে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ও ‘রা ওয়ান’ সিনেমাতে অতিথিশিল্পী হিসেবে পাওয়া গিয়েছিল সঞ্জয় দত্তকে। তবে এবারই প্রথম সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে পর্দা ভাগ করে নেবেন এই তারকাদ্বয়। এছাড়াও সিনেমাটিতে আরও বেশকিছু চমকের গুঞ্জন রয়েছে।  

বর্তমানে শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন। এরপর তার আরেকটি প্রজেক্ট শুরু হওয়ার কথা। আর সঞ্জয় দত্ত হাজির হতে যাচ্ছেন ‘কেজিএফ চ্যাপ্টার টু, ‘শমসেরা’ ও ‘ভুজ’ নিয়ে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।