ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আংটি নিয়ে সজল-সারিকার সম্পর্কে ফাটল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
আংটি নিয়ে সজল-সারিকার সম্পর্কে ফাটল! সজল ও সারিকা

আবির ও শৈলির সংসার বেশ ভালোভাবেই চলছিল। কোনো এক সকালে কুরিয়ার যোগে শৈলির নামে আসে প্লাটিনামের একটি আংটি।

কিন্তু কে পাঠিয়েছেন এ আংটি, সে ঠিকানা লেখা নেই।  

আংটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায় সন্দেহ। আবির মনে করেন, এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছেন। অপর দিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরের তলায়। সেও বিষয়টি সমাধান করতে আসে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়ে এগিয়ে চলে ‘গেম অব লাইফ’ নাটকের গল্প।  

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে আবির চরিত্রে আব্দুন নূর সজল এবং তার বিপরীতে শৈলী চরিত্রে সারিকা সাবরিন অভিনয় করেছেন।  

নির্মাতা জানান, সজল-সারিকার চরিত্র দু’টিকে ঘিরেই নাকটির গল্প এগিয়ে যাবে। তারা দু’জনই দুর্দান্ত অভিনয় করেছেন।

‘গেম অব লাইফ’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সমাপ্তি মাসুক, মনি চৌধুরী , সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।

জেড এস মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি ঈদরে দ্বিতীয় দিন রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।  
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।