ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পর্দায় ১ মিনিটের উপস্থিতির জন্য রেখা পাচ্ছেন ৭ কোটি! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
পর্দায় ১ মিনিটের উপস্থিতির জন্য রেখা পাচ্ছেন ৭ কোটি!  রেখা

বলিউড ডিভা রেখার সৌন্দর্যে মুগ্ধ তিন প্রজন্ম। দাদা থেকে নাতি এই অভিনেত্রীর অভিনয় ও রূপে বুদ হয়ে থাকেন।

বয়সকে হার মানিয়ে নিজের সৌন্দর্যের কারিশমা আজও বজায় রেখেছেন রেখা। পারিশ্রমিকের ক্ষেত্রেও নিজেকে শক্ত অবস্থানে ধরে রেখেছেন এই অভিনেত্রী।  

কত হতে পারে রেখার পারিশ্রমিক? শুনলে যে কারো চোখ কপালে উঠবে! 

সম্প্রতি স্টার প্লাস টেলিভিশনের জনপ্রিয় শো ‘গম হ্যায় কিসিকে প্যায়ার মে’-এর জন্য একটি প্রোমো শুট করেছেন রেখা। আর এ জন্য মোটা অংকের পারিশ্রমিক নিয়েছেন তিনি। যা নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এক মিনিটের সেই প্রোমোর জন্য রেখা যে পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন, তা বলিউডের অনেক নামজাদা তারকা গোটা একটি সিনেমায়ও পান না! ওই প্রোমোর শুটিংয়ের জন্য নাকি রেখা পাঁচ থেকে সাত কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।  

যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অনুষ্ঠানটির প্রযোজনায় সংশ্লিষ্ট ও রেখা কেউ। তবে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানায়, রেখার জন্য আলাদা বাজেট করেই সব আয়োজন করেন প্রযোজকরা।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১ 
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।