ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বিধি-নিষেধ শিথিলে শুরু হচ্ছে সিনেমার শুটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
বিধি-নিষেধ শিথিলে শুরু হচ্ছে সিনেমার শুটিং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি-নিষেধ শিথিল হচ্ছে। বুধবার (১১ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলবে গণপরিবহণ, দোকানপাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।

 

বিধি-নিষেধে বন্ধ ছিল ঢালিউড ইন্ডাস্ট্রির সব ধরনের কার্যক্রম। তবে দেশে লকডাউন শিথিল করায় অন্যান্য অঙ্গনের মতো কাজে ফিরতে যাচ্ছেন ঢাকাই সিনেমার মানুষেরা। লাইট-ক্যামেরা আর অ্যাকশনে স্বরূপে ফিরতে যাচ্ছে ঢালিউড।  

বুধবার (১১ আগস্ট) থেকেই শুটিংয়ে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এদিন ‘লিডার, আমিই বাংলাদেশ’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। তপু খান পরিচালিত এই সিনেমার শুটিংয়ে ফিরছেন নায়িকা শবনম বুবলীও। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হবে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শেষ লটের শুটিং। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের নির্দেশনা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক তপু খান বলেন, আগামীকাল থেকে শুটিংয়ে ফিরছি। এ লটের শুটিং শেষ করেই আমরা পোস্ট প্রোডাকশনে চলে যাব। স্বাস্থ্যবিধি মেনেই কাজটি শেষ করতে চাই।

একই দিনে শুটিং শুরু হচ্ছে ‘অন্তর্জাল’ সিনেমার। দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটির নির্মাণ করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল ও এবিএম সুমন।

সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন জানান, লকডাউন শেষে কাল ১১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘অন্তর্জাল’ সিনেমার প্রিন্সিপাল ফটোগ্রাফি। এর আগে বিভিন্ন সময়ে লুকও অন্যান্য টেকনিক্যাল বিষয়ে জন্য কিছু টেস্ট শুট হলেও কাল থেকে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে আমার চতুর্থ সিনেমা ‘অন্তর্জাল’র শুটিং।  

তিনি আরও জানান, কয়েকটি কারণে ‘অন্তর্জাল’ সিনেমাটি আমার জন্য খুব স্পেশাল। আমরা ঠিকভাবে, সুস্থতা বজায় রেখে শুটিং শেষ করতে পারি। কারণ এই বছরের ডিসেম্বরেই সিনেমাটি আপনাদের সামনে নিয়ে আসার ইচ্ছা আমাদের।

বিধি-নিষেধ শিথিলে শুটিংয়ে ফিরতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার টিম। সোলায়মান আলী লেবুর পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। আরও রয়েছে মিশা সওদাগর, আমান রেজাসহ অনেকেই।  

‘প্রেম প্রীতির বন্ধন’র নায়ক জয় চৌধুরী জানান, বিধি-নিষেধ উঠে গেলেই শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এবারের লটের শুটিং হবে পাবনার ঈশ্বরদীতে।  

এদিকে ‘অভিনয়’ নামের নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। আগামী ২৫ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান এই নির্মাতা। এছাড়াও নির্মাতা জুলফিকার জাহেদীর ‘কাগজ-দ্য পেপার’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে বলেও জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।