ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘ক্রুয়েলা টু’ নিয়ে আসছেন এমা স্টোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
‘ক্রুয়েলা টু’ নিয়ে আসছেন এমা স্টোন এমা স্টোন

‘১০১ ডালমেশিয়ান’ গল্পের খলচরিত্র ক্রুয়েলাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘ক্রুয়েলা’ মুক্তি পেয়েছে গত ২৮ মে। এবার আসছে এর সিক্যুয়েল ‘ক্রুয়েলা টু’।

প্রথমটির মতো এতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেত্রী এমা স্টোনকে।  

ডিজনি প্লাস ও যুক্তরাষ্ট্রের নির্ধারিত কিছু প্রেক্ষাগৃহে ‘ক্রুয়েলা’ মুক্তির দুই সপ্তাহের মাথায় গত জুনে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়া হয়।  

টনি ম্যাকনামারারের চিত্রনাট্যে ‘ক্রুয়েলা টু’ পরিচালনা করবেন ক্রেগ গিলেস্পি। তবে গল্প সম্পর্কে তেমন কোনো ধারনা দেওয়া হয়নি।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে এমার এজেন্সি। একই সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করা হয়েছে।  

১৯৫৬ সালের জনপ্রিয় উপন্যাস ‘দ্য হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডালমেশিয়ানস’-এর তৃতীয় লাইভ অ্যাকশন সংস্করণ ‘ক্রুয়েলা’। মুক্তির পর এটি দারুণ সাড়া ফেলে দেয়। এমার পোশাক ও অভিনয় সবার নজর কাড়ে। দারুণ ব্যবসা করে বিশ্বব্যাপী।

ক্রুয়েলা ডে ভিল নামের এক নারীকে কেন্দ্র করে সিনেমাটি গল্পে গড়ে ওঠেছে। যে কিনা সাদা-কালো ডালমেশিয়ান কুকুরের চামড়া দিয়ে কোট বানান। সিক্যুয়েলে এমার সঙ্গে হচ্ছেন কারা, তা এখনো জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।