ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শোকদিবসে মুক্তি পেল ‘আগস্ট ১৯৭৫’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
শোকদিবসে মুক্তি পেল ‘আগস্ট ১৯৭৫’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। রোববার (১৫ আগস্ট) জাতীয় শোকদিবসে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ-এ সিনেমাটি মুক্তি পেয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দর্শকরা বিনামূল্যে সিনেমাটি দেখতে পারছেন। এ ছাড়া আগামী ২০ আগস্ট প্রেক্ষাগৃহ খুললে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি হলে মুক্তি পাবে।

তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির চিত্রনাট্যে ‘আগস্ট ১৯৭৫’ প্রযোজনা ও পরিচালনা করেছেন শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান।

তিনি জানান, ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটির আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে দেওয়া হবে।

‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, দিলারা জামান, তৌকির আহমেদ, তাজউদ্দীন তানভীন সুইটি, আশরাফুল আশীষ, শহীদুজ্জামান সেলিমসহ প্রায় ৭৫ জনের মতো অভিনয়শিল্পী।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।