ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী পালিত হচ্ছে অজস্র কর্মসূচি।

এ দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন।

বেলা ১২টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে চলচ্চিত্র পরিচালক সমিতি। এরপর পরিচালক সমিতির পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিসহ বেশকিছু সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া সকাল ১০টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নিবেদিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

এফডিসিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাদ যোহর কোরআন তেলোয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।