ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দুই বছর পর বলতে পারি আমরা ভালো আছি: টয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
দুই বছর পর বলতে পারি আমরা ভালো আছি: টয়া

গত বছর বিয়ে করেছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সাইদ জামান শাওন।

বিয়ের আগে ছয় মাস প্রেম করেছেন টয়া-শাওন।

২০১৯ সালের আজকে এই দিনে (১৬ আগস্ট) তাদের ভালোবাসার যাত্রা শুরু হয়। রোববার তাদের সম্পর্কের দুই বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়ে পার হয়েও দাম্পত্য জীবনে বেশ ভালো আছেন বলে জানিয়েছেন টয়া।

নিজেদের সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী ফেসবুকে লেখেন, ‘দুই বছর আগে এই দিনে আমাদের প্রেম ভালোবাসাবাসিটা শুরু হয় একটু করে। আর তার ছয় মাস পর বিয়ে। দুই বছর পর এই দিনে বলতে পারি ভালো আছি আমরা। আজ আমাদের ভালোবাসা দিবসে আপনাদের দোয়া চাইছি। ’ 

খুনসুটি করে স্বামীকে উদ্দেশ্যে টয়া লেখেন, ‘আর সাইদ জামান শাওন নামের এই ভদ্রলোকে বলতে চাই আপনাকে ভালোবাসি। ’

একটি টেলিফিল্মের কাজ করতে গিয়ে শাওন-টয়া মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমে থেকেই বিয়ে করেন তারা। লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ের দিন বেছে নেন এই তারকা দম্পতি। বর্তমানে সুখেই কাটে যাচ্ছে তাদের সংসার জীবন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।