ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সেপ্টেম্বরে নয়, চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
সেপ্টেম্বরে নয়, চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত!

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান মা হতে যাচ্ছেন-এ খবর সবার জানা। তবে এবার জানা গেল সেপ্টেম্বরে নয় চলতি মাসেই মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়। খবরে বলা হয়, চিকিৎসকরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নুসরাতের ডেলিভারির তারিখ দিলেও তা এগিয়েছে। চলতি মাস, অর্থাৎ আগস্টের শেষের যেকোনও সময় নতুন অতিথি আসতে পারে। কবে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী? সেই খবরের প্রহর গুনছে টলিউড।

ঠিক কবে হাসপাতালে যাবেন নুসরাত? এ নিয়েও কল্পনার শেষ নেই। কলকাতার সংবাদমাধ্যমগুলো তার বাড়ির সামনে কড়া নজরদারি রেখেছে বলেও জানা গেছে।  

মা হওয়ার খবর গোপন রাখতে চাইলেও পারেননি নুসরাত। চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে নুসরাতের পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। তখনই প্রথম নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। যদিও এর কয়েক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নুসরাত নিজেই। এরপর এক ফেসবুক লাইভেও প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেন। কিন্তু এ সন্তানের বাবা কে, তা নিয়ে মুখ খুলেননি এ অভিনেত্রী।

গুঞ্জন রয়েছে, স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর অভিনেতার যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। তারা দুজন নাকি এক বাসায় থাকেন, একসঙ্গে ঘুরতেও দেখা যায়। শোনা যায়, নুসরাতের এ সন্তানের বাবাও নাকি হতে যাচ্ছে যশ দাশগুপ্ত! যদিও যশকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।