ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শাওনের এক শব্দেই ভক্তদের স্বস্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
শাওনের এক শব্দেই ভক্তদের স্বস্তি মেহের আফরোজ শাওন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। শুক্রবার (৩০ জুলাই) বিষয়টি জানিয়েছিলেন শাওন নিজেই।

এবার জানালেন করোনামুক্ত হয়েছেন তিনি।  

সোমবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে করোনা নেগেটিভ হওয়ার সুখবর এক শব্দে জানান শাওন। যেখানে তিনি লেখেন, ‘নেগেটিভ’। সঙ্গে খুশির ইমোজি যুক্ত করে দেন।

শাওনের একটি মাত্র শব্দের এই পোস্টে স্বস্তি প্রকাশ করে শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, বন্ধু ও স্বজনেরা। শাওনের এই পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১৭ হাজারের বেশি।  

বর্তমানে অভিনয়ে না দেখা গেলেও গানে নিয়মিত পাওয়া যাচ্ছে শাওনকে। সবশেষ গেল ঈদুল আযহায় প্রকাশিত হয়েছেন তার গাওয়া হাছন রাজার বিখ্যাত গান ‘নেশা লাগিল রে’। নতুন আঙ্গিকের সংগীতায়োজনে এতে তার সঙ্গে কণ্ঠ দেন আরেক গায়ক-অভিনেতা চঞ্চল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।