ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কে-পপ তারকা ক্রিস গ্রেফতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
কিশোরীকে ধর্ষণের অভিযোগে কে-পপ তারকা ক্রিস গ্রেফতার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ চাইনিজ-কানাডিয়ান গায়ক ক্রিস উ ইফানকে গ্রেফতার করেছে বেইজিং পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে বিষয়টি বেইজিংয়ের একজন প্রসিকিউটর নিশ্চিত করেছেন।

এমন খবর দিয়েছে সিএনএন।

জনপ্রিয় এই গায়ক মাতাল অবস্থায় ১৭ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

অভিযোগকারী ওই কিশোরী জানায়, তার সঙ্গে অন্তত ভুক্তভোগী সাতজন নারী যোগাযোগ করেছেন। তাদের দাবি, কে-পপ ব্যান্ড এক্সও-এর এই সাবেক সদস্য চাকরি দেওয়ার কথা বলে তাদেরকে প্রলুব্ধ করেছিলেন।  

এছাড়া এই তদন্ত চলাকালীন যুক্তরাষ্ট্র থেকে আরেকজন নারী ক্রিসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন এবং আইনী সহায়তা চাওয়ার জন্য তিনি একজন অ্যাটর্নির কাছেও যান।

এদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্রিস। তবে যেসব ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সবাই তার সঙ্গে চুক্তি বাতিল করেছে। এছাড়া তিনি গ্রেফতার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

ক্রিসের বেড়ে ওঠা চীনের গুয়াংজুতে। ২০১২ সালে এক্সও-এতে তার অভিষেক ঘটে। এরপর দারুণ জনপ্রিয়তা পান। কিন্তু এসময় এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি গানের দলটি ছেড়ে দেন। ২০২২ সাল পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তি রয়েছে তার।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।