ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার! 

বলিউডের স্টারকিডদের মধ্যে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বেশ জনপ্রিয়তা রয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে নিজের নানা আপডেট দিয়েও তিনি নিয়মিত থাকেন আলোচনায়।

এবার সুহানাভক্তদের জন্য দারুণ খবর। শোনা যাচ্ছে, বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার!

তবে দুই বছর আগেই মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটেছে সুহানার। এছাড়া ইংরেজি ভাষার স্বল্পদৈর্ঘ্যে সিনেমা ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ও নজর কেড়েছেন তিনি।  

এরই মধ্যে সুহানার ঘনিষ্ঠ দুই বান্ধবী অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুরও বলিউডে নাম লিখিয়েছেন। কিন্তু সুহানাকে কবে বলিউডে দেখা যাবে এ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই।  

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ‘গল্লি বয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’খ্যাত নির্মাতা জোয়া আখতারের সিনেমা দিয়ে বলিউডে নাম লেখাতে যাচ্ছেন সুহানা। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখ কন্যাকে। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।  

জানা গেছে, বেশ কয়েকজন তরুণ তারকাকে নিয়ে এই নির্মাতা বিখ্যাত কমিকস ‘আর্চি’র সিনেম্যাটিক ভার্সন নির্মাণ করতে যাচ্ছেন। এর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন জোয়া। যেখানে সুহানা ছাড়াও আরও দুইজন তারকা সন্তানকে দেখা যাবে। তবে তাদের নাম জানা যায়নি।  

লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন সুহানা। তিনি এখন অভিনয়ে ক্যারিয়ার শুরু করতে একদমই প্রস্তুত।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।