ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে গাইবেন চম্পা বণিক ও রাফি তালুকদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
একসঙ্গে গাইবেন চম্পা বণিক ও রাফি তালুকদার

দেশের সংগীত জগতে দীর্ঘ দিনের পথ চলায় একজন সুপ্রিয়-কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন চম্পা বণিক। তার ক্যারিয়ারে রয়েছে অজস্র প্রাপ্তিও।

 

এবার এই শিল্পী গান শোনাতে আসছেন বাংলাদেশ-ভারত উভয় দেশের শিল্পীদের নিয়ে আয়োজিত একটি নিয়মিত সঙ্গীতানুষ্ঠানে।

চম্পা বণিক জানান, ‘এ লগন গান শোনাবার’ শীর্ষক একটি নিয়মিত সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এনটিভি। লাইভ এই আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় অংশ নিয়ে থাকেন। এবার এই আয়োজনেই লাইভ গাইবেন তিনি।  

আগামী ২১ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে সরাসরি সম্প্রচার হবে এই আয়োজন।

এতে চম্পা বনিকের সঙ্গে আরও গাইবেন সংগীত শিল্পী রাফি তালুকদার। তিনি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র কণ্ঠশিল্পী হিসেবে কর্মরত আছেন।

২০০৫ সালে গানের প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান’-এ সেরা দশে ছিলেন চম্পা। পরবর্তীতে চ্যানেল আই সেরাকণ্ঠ- ২০০৮ এ চতুর্থ স্থান লাভ করেন তিনি। এছাড়া বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পীও তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।