ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আসছে সংগীত নিয়ে নতুন প্রতিযোগিতার অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
আসছে সংগীত নিয়ে নতুন প্রতিযোগিতার অনুষ্ঠান

টেলিভিশনের পর্দায় শুরু হতে যাচ্ছে সংগীতবিষয়ক নতুন প্রতিযোগিতার অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। দেশবরেণ্য ১০ জন সংগীতশিল্পীকে নিয়ে ১০টি পর্বে সাজানো হয়েছে এই আয়োজন।

এতে অংশ নিয়েছেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান খান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ।  

জানা গেছে, ‘দ্য পিয়ানো লাউঞ্জ’-এর প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে। ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদের সংগীত আয়োজনের প্রতিটি গানে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

‘দ্য পিয়ানো লাউঞ্জ’-এর নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। আগামী সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।