ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বেলাল খানের সুরে সাবরিনার দুই গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
বেলাল খানের সুরে সাবরিনার দুই গান বেলাল খান ও সাবরিনা

সুরকার-গায়ক বেলাল খানের সুরে নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা।  

দুইটি গানের মধ্যে গত সপ্তাহে তার ‘জোড়া চোখ’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে।

এই গানটির সংগীতায়োজন করেছেন বেলাল খান ও কথা লিখেছেন এ মিজান।  

এছাড়া ‘বন্ধু প্রেম শিখাইয়া’ শিরোনামে সাবরিনার নতুন আরেকটি গান বুধবার (১৮ আগস্ট) প্রকাশ পেয়েছে। এই গানেরও সুর-সংগীত বেলাল খানের। আর গানটির কথা লিখেছেন আব্দুর জহির রুবেল।

এছাড়া রাজন সাহার সুর ও সংগীতে ‘পেইন কিলার’ শিরোনামে আরেকটি গান প্রকাশ পেতে যাচ্ছে সাবরিনার কণ্ঠে। গানটির কথা লিখেছেন অনুরুপ আইচ।  

এই প্রসঙ্গে সাবরিনা বলেন, অনেকদিন পর বেশকিছু নতুন কাজ নিয়ে শ্রোতাদের মাঝে এসেছি। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে এই তিনটি গান সাজানো হয়েছে। আশা করছি ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।