ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

গোপনে বিয়ে করলেন তনুশ্রী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
গোপনে বিয়ে করলেন তনুশ্রী?

টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। রোববার (২২ আগস্ট) এ অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এমন গুঞ্জন শুরু হয়।

 

এদিন নববধূর সাজে ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। এরপর থেকেই গুঞ্জন, তাহলে কি গোপনে বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী?

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তনুশ্রী সাজপোশাকের দায়িত্বে যারা ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু ছবিটি পোস্টের কোনো কারণ উল্লেখ না করায় ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন ছড়িয়ে যায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তীও তনুশ্রীর পোস্টে এসে কমেন্টস করেছেন, বিয়ে কবে? যেখানে উল্টো মিমিকে ভক্তরা প্রশ্ন করেছেন তার বিয়ে কবে? এরপর তনুশ্রী জানান, তিনি বিয়ে করেননি, এটি ফটোশুটের ছবি।

এদিকে, টলিউডে গুঞ্জন রয়েছে ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িছেন তনুশ্রী। যদিও এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ‘বেডরুম’খ্যাত অভিনেত্রী। তবে তাদের সম্পর্কের খবর এখন টলিপাড়ায় ওপেন সিক্রেট।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।