ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
হাসপাতালে অভিষেক বচ্চন

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রোববার (২২ আগস্ট) রাতে তাকে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তার মেয়ে শ্বেতা বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে অভিষেকের শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অমিতাভ-শ্বেতা। সেই ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে গাড়িতে বসা শ্বেতা। আর অমিতাভ বচ্চনের পরনে সাদা কুর্তা-পায়জামা। দুজনেই মাস্ক পরেছিলেন।

এদিকে অভিষেক বচ্চনের স্ত্রী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পন্নিইন সেলভান’ নামের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশে অবস্থান করছেন তিনি। এ অভিনেত্রীর সঙ্গেই রয়েছে একমাত্র মেয়ে আরাধ্য। এ কারণেই অভিষেককে দেখতে হাসপাতালে যেতে পারেননি ঐশ্বরিয়া।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।