ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

তালেবানের ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
তালেবানের ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি অভিনেত্রী আরশি খান

গত বছর অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে বাগদান সেরেছেন ‘বিগ বস’খ্যাত ভারতের ছোটপর্দার অভিনেত্রী আরশি খান। কিন্তু তাদের বিয়ে ভেঙে যেতে চলেছে।

বিষয়টি আরশি নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তালেবানরা আফগানিস্তান দখল করাতে তার বিয়ে ভেঙে যাচ্ছে বলে জানান এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আরশি বলেন, ‘গত অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়। তিনি ছিলেন আমার বাবার পছন্দের। কিন্তু তালেবানরা আফগানিস্তান দখল করায় মনে হয় সম্পর্কটা আমরা ভাঙতে যাচ্ছি। ’

তিনি আরও জানান, জন্মসূত্রে তিনি আফগানি পাঠান। পাত্র তার বাবার বন্ধুর ছেলে। তাই ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনতেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। কিন্তু বর্তমানে তালেবানরা আফগানিস্তান দখল করায় পরিস্থিতি পাল্টে গেছে। তাই আরশির ধারণা, তার বাবা নিশ্চিত এখন ভারতীয় পাত্র খুঁজবেন।

জন্মসূত্রে আফগানি হলেও আরশি বর্তমানে পরিবার নিয়ে ভারতে থাকেন। তার আয়ের উৎসও সেখানে। তাই তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় নাগরিক মনে করেন বলেও জানান।  

জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এর ১১তম সিজনের প্রতিযোগী ছিলেন আরশি খান। বেশকিছু রিয়্যালিটি শো ছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।