ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে ‘রোলিং স্টোনের’ ড্রামার চার্লি ওয়াটস

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
না ফেরার দেশে ‘রোলিং স্টোনের’ ড্রামার চার্লি ওয়াটস ড্রামার চার্লি ওয়াটস

জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘রোলিং স্টোনের’ ড্রামার চার্লি ওয়াটস আর নেই। মঙ্গলবার (২৪ আগস্ট) লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।  

ওয়াটসকে হারিয়ে শোকস্তব্ধ ‘রোলিং স্টোন’ দলের সদস্যরা। ব্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ড্রামার চার্লি ওয়াটস আর আমাদের মধ্যে নেই। ’

রোলিং স্টোনের বিবৃতিতে বলা হয়, ‘চার্লি একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। স্বামী, বাবা এবং দাদা হিসেবে নিজের কর্তব্য আজীবন পালন করে গেছেন। শুধু ‘রোলিং স্টোন’ নয়, তার প্রজন্মের একজন সেরা ড্রামার ছিলেন তিনি। ’

প্রায় ছয় দশক রোলিং স্টোনের ড্রামস বাজিয়েছেন ওয়াটস। দলটির সবচেয়ে শান্ত সদস্য ছিলেন তিনি। ব্যান্ডের কালজয়ী সব গানে তার অবদান চিরস্মরণীয়। ব্যান্ডের ভোকাল মাইক জ্যাগার এবং গিটারিস্ট কেথ রিচার্ডস ও রুনি উডের সঙ্গে চার্লির যুগলবন্দী স্টেজে আলাদাই উন্মাদনা তৈরি করতো।

সম্প্রতি ওয়াটসের একাধিকবার অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে ২০০৪ সালে তার গলার ক্যান্সারের চিকিৎসা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।