ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে নুসরাত, বৃহস্পতিবার আসছে নতুন সদস্য!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
হাসপাতালে নুসরাত, বৃহস্পতিবার আসছে নতুন সদস্য! নুসরাত জাহান

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী, সংসদ সদস্য নুসরাত জাহান মা হতে যাচ্ছেন। আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে মা হতে পারেন তিনি।

এর আগে কলকাতার কোনো একটি হাসপাতালে ভর্তি হবেন এ অভিনেত্রী। এ খবর পুরাতন হলেও নতুন খবর বৃহস্পতিবার (২৬ আগস্ট) নাকি নুসরাতের সন্তান পৃথিবীর মুখ দেখবে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, বুধবার (২৫ আগস্ট) সকাল থেকেই টলিউডে জোর গুঞ্জন, নুসরাত নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অভিনেত্রীর সন্তান জন্ম নেবে! 

এ বিষয়ে আরও জানা যায়, সন্তান জন্মের সময় যশ দাশগুপ্ত যেন তার পাশে থাকেন- এমনটি চিকিৎসকদের জানিয়েছেন নুসরাত। তবে যশ এই মুহূর্তে নুসরাতের পাশে রয়েছেন কিনা সেটি জানা যায়নি।  

এদিকে নুসরাত ও যশের মঙ্গলবারের (২৪ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যায় এদিনও একসঙ্গে তারা কোনো রোস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। যদিও তারা দুজন একই রেস্তোরাঁর ছবি আলাদাভাবে শেয়ার করেছেন। কিন্তু বরাবরের মতো দুজনের যুগল ছবি এবারও দেখা যায়নি।  

এদিকে, নুসরাতের আগত সন্তানের বাবা কে তা নিয়ে রহস্য শেষ হচ্ছে না। নুসরাতের সাবেক স্বামী নিখিল জৈন জানিয়েছেন, তিনি এ সন্তানের বাবা নন। গুঞ্জন রয়েছে এ সন্তানের বাবা হতে যাচ্ছেন যশ দাশগুপ্ত! তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।