ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

শুটিং সেট থেকে ঐশ্বরিয়ার লুক ফাঁস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
শুটিং সেট থেকে ঐশ্বরিয়ার লুক ফাঁস শুটিং সেট থেকে ঐশ্বরিয়ার লুক ফাঁস

বলিডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পন্নিইন সেলভান’ এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি নির্মাণ করছেন খ্যাতনামা নির্মাতা মণি রত্নম।

সিনেমাটির শুটিং চলছে মধ্যপ্রদেশে। সেখান থেকেই ফাঁস হলো ঐশ্বরিয়ার লুক।  

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ছবিতে সোনালি চওড়া পাড়ের গোলাপী শাড়িতে দেখা গেছে যাচ্ছে ঐশ্বরিয়াকে। সঙ্গে ছিল ভারী গয়না।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ‘পন্নিইন সেলভান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে।  

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রদেশে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। ‘পন্নিইন সেলভান’ সিনেমায় ঐশ্বরিয়া ছাড়াও আরও অভিনয় করছেন বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রামসহ অনেকে।  

এর আগে ২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমায় পর্দায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। সিনেমাটি নির্মাণ করেন অতুল মাঞ্জরেকার। এতে ঐশ্বরিয়ার সহ-অভিনেতা ছিলেন রাজকুমার রাও এবং অনিল কাপুর।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।