ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নোবেলের প্রশংসায় তাহসান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
নোবেলের প্রশংসায় তাহসান তাহসান খান-আদিল হোসেন নোবেল

দেশিয় শোবিজের প্রিয় দুই মুখ আদিল হোসেন নোবেল ও তাহসান খান। এই তারকাদ্বয় যখন একফ্রেমে, তখন নেট দুনিয়া মাতোয়ারা হওয়াটা স্বাভাবিক ঘটনা।

 

শনিবার (৬ নভেম্বর) গায়ক-অভিনেতা তাহসান তার ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেন। যেখানে তার সঙ্গে দেখা গেছে নোবেলকে।  

ছবিটি দেখে বোঝা যায়, কোনো জিম সেন্টারে একসঙ্গে শারীরিক ব্যায়াম করেন তারা। আর সেখানেই ক্যামেরাবন্দি হয়েছেন এই দুই তারকা।  

ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে এর ক্যাপশনে নোবেলের প্রশংসা করেন তাহসান। তিনি লেখেন, ‘এই মানুষটির কোন বিষয়টিকে ভালোবাসবো না? বিশাল হাসির সঙ্গে একজন অনুকরণীয় আদর্শ।

বাংলাদেশের শোবিজে মডেল হিসেবে নিজেকে আইকন হিসাবে প্রতিষ্ঠা করেছেন নোবেল। আর তাহসান অভিনয় শিল্পী ও গায়কের বাইরে এক ভিন্ন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে দুই তারকার নজরকাড়া এই ছবিতে আপাতত মুগ্ধ নেটিজেনরা।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।