ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যেভাবে এক হলেন দুই পূজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
যেভাবে এক হলেন দুই পূজা নায়িকা পূজা ও গায়িকা পূজা

একজন গানের মানুষ, অন্যজন সিনেমার। দু’জনই নিজ নিজ জায়গা থেকে অর্জন করেছেন ভক্তদের ভালোবাসা।

তারা হলেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ও চিত্রনায়িকা পূজা চেরি।  

এই দুই তারকা প্রথমবারের মতো এক হলেন। মূলত অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার মাধ্যমে দুই পূজা হাজির হবেন জুটি বেঁধে।

সম্প্রতি সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা পূজা, আর পর্দায় সেই গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে নায়িকা পূজাকে।

এরই মধ্যে নিকেতনের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর-সংগীত করেছেন কলকাতার লিংকন।  

এ প্রসঙ্গে বাঁধন সরকার পূজা বলেন, গানটির কথা চমৎকার। এই গানের সুবাদে আমরা দুই পূজা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজটি করে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।

‘সাইকো’তে পূজা চেরির বিপরীতে অভিনয় করছেন জিয়াউর রোশান। আরও রয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। শুটিংয়ের পার্ট চুকিয়ে খুব শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।