ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবশেষে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
অবশেষে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’ লাল মোরগের ঝুঁটি’র একটি দৃশ্য

২০১৬ সালে শুটিং শুরু হলেও এতদিন মুক্তির আলো দেখেনি নূরুল আল আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। অবশেষে বাধা কাঁটিয়ে ৫ বছর পর এটি মুক্তি পেতে যাচ্ছে।

 

রোববার (৭ নভেম্বর) সেন্সর ছাড়পত্র পেয়েছে ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

নূরুল আলম আতিক বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।  
পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।