ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘সূর্যবংশী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘সূর্যবংশী’

মুক্তির প্রথম সপ্তাহ পার হওয়ার আগেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অক্ষয় অভিনীত ‘সূর্যবংশী’। করোনা পরবর্তী ভারতে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার পর প্রথম কোনো সিনেমা এতো সাড়া ফেলেছে।

 

রোহিত শেঠি পরিচালিত পুলিশ অ্যাকশন সিনেমাটি দেখতে দর্শকের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। হাউজফুল হচ্ছে পায় সবগুলো শো।

‘সূর্যবংশী’র আয় প্রসঙ্গে চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ জানান, সিনেমাটি প্রথমদিনে ঘরের বাজারে বক্স অফিস কালেকশন ছিল ২৬ কোটি ২৯ লাখ রুপি, দ্বিতীয় দিন একটু কমে তা ২৩ কোটি ৮৫ লাখ রুপি, রোববার তা বেড়ে ২৪ কোটি ৯৪ লাখ রুপি হয়েছে-সবমিলিয়ে মোট ব্যবসা ৭৭ কোটি ৮ লাখ রুপিতে দাঁড়িয়েছে।  

এছাড়া বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশনের হিসেবে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘সূর্যবংশী’।

সিনেমাটি দিয়ে অনস্ক্রিনে ঝড় তুলেই চলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটি। ‘টিপ টিপ বরসা পানি’ গানে তো নায়িকার থেকে চোখ ফেরানো দায়। অন্যদিকে নজর কেড়েছেন অক্ষয়-রণবীর-অজয় একসঙ্গে।  

করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় বলিউডে একাধিক সিনেমার মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার প্রেক্ষাগৃহ খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা সিনেমাগুলো মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা।  

‘সূর্যবংশী’ সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সিনেমার চমক হিসেবে রাখা হয়েছে অজয় ও রণবীরকে।  

ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জাভেদ জাফরি, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।