ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভক্তের ওপর চটলেন সালমান খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
ভক্তের ওপর চটলেন সালমান খান!

আবারো মেজাজ হারালেন বলিউড সুপারস্টার সালমান খান। চটেছেন এক ভক্তের ওপর! 

সেলফি তুলতে চাওয়া এক ভক্তের প্রতি ক্ষিপ্ত হয়েছেন ‘ভাইজান’।

তাকে ধাক্কাও দিতে দেখা গেছে।

আসন্ন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্যুথ’র প্রমোশনে সম্প্রতি প্রকাশ্যে আসেন সালমান খান। আর সেখানেই ঘটে এই কাণ্ড।

সামাজিক মাধ্যমে ভাইরাল হাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্কবিহীন দাঁড়িয়ে আছেন সালমান খান। তাকে দেখে সেলফি তুলতে এগিয়ে আসেন এক ভক্ত। প্রথমবার সালমান কিছু বলছিলেন না। তাই ছেলেটি একাধিক সেলফি তুলে শুরু করেন। এদিকে পাপারাজ্জিরা তখন সালমানের ছবি তুলছেন। কেউ একজন ছেলেটিকে বলে ওঠেন, ‘আরে ভাই সামনে নাচবেন না’। এরপর মাথা গরম করে ছেলেটিকে সামনে ধাক্কা দিয়ে অভিনেতা বলেন, ‘নাচো, আসো নাচো’।  

সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ছেলেটি সোজা সেখান থেকে সরে যায়। এই ভিডিও শেয়ার হতেই সালমানের সমালোচনা শুরু হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।

তবে এটাই প্রথম নয়, সেলফি তুলতে আসা ভক্তের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে এই তারকার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।