ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হবু বরের সঙ্গে পরিচয় করালেন মিম

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
হবু বরের সঙ্গে পরিচয় করালেন মিম হবু বরের সঙ্গে মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন বুধবার (১০ নভেম্বর)। বিশেষ দিনটিতে সারপ্রাইজের জন্য বেছে নিয়েছিলেন তিনি।

নিশ্চিত করে না বললেও ইঙ্গিত দিয়েছিলেন, জন্মদিনের রাতে বিশেষ মানুষের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবেন ।

কথা রাখলেন মিম, এদিন রাতেই বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এই তারকা। ফেসবুকে প্রিয় মানুষটির ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন তার বাগদানও সম্পন্ন হয়ে গিয়েছে।

ছবির ক্যাপশনে মিম লেখেন, 'আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ একটি বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড। ' 

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। একেবারে শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় কাজ করার। সিনেমাটিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রাপ্তির ব্যাপ্তিতে শুধু সাফল্যই যোগ হয়েছে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।  

বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এগুলোর কিছু অংশের শুটিং করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’। কথা চলছে আরও কয়েকটি চলচ্চিত্রের।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।