ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছবিতে মিমের বাগদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ছবিতে মিমের বাগদান

বাগদান সেরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার হবু স্বামী সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা।

দীর্ঘ ৬ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার (১০ নভেম্বর) ছিল মিমের জন্মদিন। বিশেষ এই দিনটিকে আরও বিশেষ করে রাখতে বাগদানের অনুষ্ঠানের আয়োজন করেন এই তারকা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যসহ তাদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

জন্মদিনে 'সারপ্রাইজ' হিসেবে বিষয়টি সবার সামনে নিয়ে আসেন মিম।

বুধবার রাত ৯টা ১৫ মিনিটে ফেসবুকে হবু বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিম। এর ক্যাপশনে বাগদানের বিষয়টিও জানান তিনি।

ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ একটি বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড। ’

মিম আরও জানান, তার হবু স্বামীর নাম সনি পোদ্দার, তিনি কুমিল্লার ছেলে। পেশায় ব্যাংক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।